E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গাজীপুরে কোনো দলকেই জনসভা করার অনুমতি দেওয়া হয়নি’

২০১৪ ডিসেম্বর ২৬ ১৪:১৬:৩২
‘গাজীপুরে কোনো দলকেই জনসভা করার অনুমতি দেওয়া হয়নি’

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কোনো দলকেই জনসভা করার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম।

শুক্রবার সকালে জেলা সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভার পর এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, শনিবারের জনসভার জন্য আমরা কাউকে অনুমতি দেইনি। বিবদমান দুটি রাজনৈতিক দল একই স্থানে সমাবেশ আহবান করায় সৃষ্ট পরিস্থিতিতে এ বিশেষ বৈঠক আহবান করা হয়।

তিনি আরও বলেন, এখনো সময় আছে। দু’টি পক্ষের সঙ্গে আমরা সমঝোতা করার চেষ্টা করছি। সমঝোতা হলে জনসভা হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুরুল ইসলাম হান্নান, পুলিশ সুপার হারুনুর রশিদ, র‌্যাব, এসএসআই, ডিজিএফআইসহ স্থানীয় প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ওএস/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test