E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে দেশে লক্ষ্মী ফিরে এসেছে’

২০১৪ ডিসেম্বর ২৬ ১৬:৫৮:৩১
‘যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে দেশে লক্ষ্মী ফিরে এসেছে’

মাদারীপুর প্রতিনিধি : ১৯৭১ সালে যারা খুন, ধর্ষণ করে পাপ করেছিল, যারা পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল, যারা মুজাহিদ বাহিনী করেছে, তারাই বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। যে কারণে বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি। যে দেশে পাপ থাকে সে দেশে লক্ষ্মী থাকেনা। এখন বিচারের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে লক্ষ্মী ফিরে এসেছে। মাদারীপুরের মিঠাপুর লক্ষ্মী নারায়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা রাজাকার আলবদল ছিল, যারা পাকস্তানিদের সহযোগীতা করেছে তারাই ২০১৩ সালে বাংলাদেশে হত্যাকান্ড করেছে। ৫০ জন ড্রাইভার, ১৭ জন পুলিশ, ২জন বিডিআর, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে ও পেট্রোলবোমা মেরে গাড়ির যাত্রীদের পুড়িয়ে হত্যা করেছে। এই পাপ কোথায় যাবে, এই পাপেরও শাস্তি অবশ্যই হবে।
মন্ত্রী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমি এখনো আমার শিক্ষককে সম্মান করি। তোমরা তোমাদের শিক্ষকদের সম্মান করবে। তাতে তোমরাও সম্মান পাবে।

মন্ত্রী আরো বলেন, আমরা যেন ভুলে না যাই সেই ১৯৭১ সালের ইতিহাস, আমরা যেন ভুলে না যাই যারা এই দেশের ক্ষতি করেছে। এই দেশ একদিন রাজাকারমুক্ত হবে।

মিঠাপুর লক্ষ্মী নারায়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন ড. মো. ইউসুফ আলী মোল্যা, জেলা প্রাশসক জি এস এম জাফরউল্ল্যাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মিঠাপুর এল.এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের শতবর্ষ পুতি উপলক্ষে বৃহস্পতিবার র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিনের কর্মসূচি শেষ হবে।

(এএসএ/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test