E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাকসামে ডাবল রেললাইন পরিদর্শনে রেলপথ মন্ত্রী

২০১৪ ডিসেম্বর ২৬ ১৭:১০:১৩
লাকসামে ডাবল রেললাইন পরিদর্শনে রেলপথ মন্ত্রী

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : লাকসাম-চিনকিআস্তানা ডাবল রেললাইন নির্মাণের পর শুক্রবার দুপুরে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে কমিউটার ট্রেন ডেমুতে চড়ে রেললাইন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

ওইদিন স্থানীয় এমপি তাজুল ইসলাম, লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান মহব্বত আলীকে সঙ্গে নিয়ে রেলপথ মন্ত্রী মুজিবুল হক লাকসাম রেলওয়ে জংশন থেকে নবনির্মিত ডাবল রেললাইন দিয়ে কমিউটার ট্রেন ডেমুতে চড়ে পরীক্ষামূলক ভাবে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেন। পরে একই ট্রেনে করে মন্ত্রী ফেনী রেলওয়ে ষ্টেশান থেকে লাকসাম ফিরে আসেন। ওই সময় রেল মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এসএম মুরাদ হোসেন, পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ভূমি সম্পদ কর্মকর্তা জসিম উদ্দিন, কমান্ডিং অফিসার আবদুর রাজ্জাক, ডিসিও মজিবুর রহমান, এএমআইসি সুজিত মজুমদার, ডিডব্লিওই সাকিল আহম্মদ, ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সের আঞ্চলিক প্রধান গোলাম মোহাম্মদ আলমগীর হোসেন, ডিপিএম মাহফুজুল আল জামান, জাহিদুর রহমান আইজলসহ রেলওয়ে ও ম্যাক্সের উদ্ধর্তন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

লাকসাম চিনকিআস্তানা ডাবল রেললাইন পরিদর্শনের জন্য রেলপথ মন্ত্রী মুজিবুল হক শুক্রবার দুপুরে হেলিকাপ্টর যোগে লাকসাম রেলওয়ে জংশনে এসে বিভিন্ন অফিস, প্ল্যাটফরম ও ডাবল রেললাইনের নির্মানকাজ পরিদর্শন করেন। মন্ত্রী ফেনী যাত্রাকালে নাঙ্গলকোট ও গুনবতি ষ্টেশানে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতি শীঘ্রই প্রধানমন্ত্রী লাকসাম-চিনকিআস্তানা ডাবল রেললাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

(সিএস/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test