E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোর সুপারিশ

২০১৫ জানুয়ারি ০১ ১২:৪১:১৭
সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোর সুপারিশ

স্টাফ রিপোর্টার : সর্বোচ্চ ৮০ হাজার টাকা ও সর্বনিম্ন ৮ হাজার ২’শ টাকা নির্ধারণ করে সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বেতন কমিটির (পে-কমিটি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর পে-কমিটির রিপোর্ট জমা দেন।

রিপোর্টে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২’শ টাকা ও সর্বোচ্চ বেতন ৮০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেলের বেতন ৮৮ হাজার টাকা এবং সশস্ত্র বাহিনীর প্রধানের বেতন ১ লক্ষ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

(ওএস/এটিআর/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test