E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুদ্ধাপরাধীদের বিচারে দেশ আজ কলঙ্ক মুক্ত হয়েছে

২০১৫ জানুয়ারি ০২ ১২:৪৬:২২
যুদ্ধাপরাধীদের বিচারে দেশ আজ কলঙ্ক মুক্ত হয়েছে

মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। বর্তমান সরকার সাফল্যের এক বছর পার করবে আর কয়েকদিনের মধ্যে। যুদ্ধাপরাধীদের বিচারে আজ দেশ কলঙ্ক মুক্ত হয়েছে ।

সরকার অত্যন্ত সাফল্যের সাথে আজ বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলসহ জেলাগুলোর প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই পৌছে দিয়েছে। আজ বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব পালিত হচ্ছে।

বর্তমান সরকার জনগনকে সাথে নিয়ে উন্নয়ন কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। দেশে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অনেক কিছু শিখতে পেরেছে।

তিনি আরো বলেন, সরকার নারী ও শিশু শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। তা ছাড়া বিদ্যুৎ ও শিল্প খাতে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার পরিবেশ বান্ধব সরকার। আমরা এদেশের জনগনকে সাথে নিয়ে দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিতে চায়। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়। সে তাদেরকে সাথে নিয়ে আজ দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।

বৃহস্পতিবার রাতে মাগুরা শালিখা উপজেলার আড়পাড়া সাব-রেজিষ্ট্রি অফিস মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা শির্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে শালিখা উপজেলার নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল ) সুদর্শন রায় , সাবেক মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, শালিখা উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি ইসরাইল হোসেন, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল কুমার দে ও জেলা তথ্য অফিসার রেজাউল করিমসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে মাগুরা ও শালিখার স্থানিয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

(ডিএস/এটিঅার/জানুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test