E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ডিসেম্বরে কর্ণফুলিতে ট্যানেল নির্মাণ শুরু’

২০১৫ জানুয়ারি ০২ ১৩:৫৫:১০
‘ডিসেম্বরে কর্ণফুলিতে ট্যানেল নির্মাণ শুরু’

স্টাফ রিপোর্টার : সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের শেষ মাসে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।

আজ শুক্রবার সকালে কর্ণফুলী টানেলের স্থান পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় সংসদ সদস্য এমএ লতিফ ও শামসুল হকও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন শিডিউল পাওয়া সাপেক্ষে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং নির্মাণ কাজের উদ্বোধন করতে পারেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে অনুরোধ করেছেন। রাষ্ট্রপতির শিডিউল পেলে তিনিই নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

তিনি বলেন, চীন এই টানেল নির্মাণে ১০০ কোটি মার্কিন ডলার ব্যয় করবে। এই প্রকল্পের নির্মাণ কাজের প্রক্রিয়া চলতি বছরের জুন-জুলাইয়ে শুরু হবে।

কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে বাংলাদেশ ও চীন গত বছরের ১০ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এমওইউ অনুযায়ী চীন সরকার ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে এই টানেল নির্মাণ করবে।

বেইজিংয়ে অনুষ্ঠিত সমঝোতা স্মারকে যোগাযোগ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং চীনের পরিবহন ও যোগাযোগ উপমন্ত্রী চি-কু মাও স্বাক্ষর করেন।

(ওএস/এএস/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test