E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন হবে'

২০১৫ জানুয়ারি ০৩ ১৯:২৯:৩৩
'সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন হবে'

বান্দরবান প্রতিনিধি : রোহিঙ্গা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহম্মেদ বলেছেন, যাচাই বাছাই করে ভোটার করা হচ্ছে। অবৈধভাবে কোন ব্যাক্তি যাতে ভোটার তালিকায় না আসে সে জন্য সর্তকর্তা অবলম্বন করা হচ্ছে এবং কারো বিরুদ্ধে অভিযোগ আসলে তা যাচাই করে বাতিল করা হবে।

পার্বত্যাঞ্চলে আলাধা ভোটার তালিকা প্রসঙ্গে সিইসি বলেন, সংবিধান অনুযায়ী দেশের স্থানীয় সরকারের নির্বাচন গুলো হবে। জাতীয় নির্বাচনের পর সরকারের সিদ্ধান্ত মোতাবেক জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচন করা হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। বিরোধী দলের নির্বাচনে অংশ না নেয়ার প্রসঙ্গে সিইসি বলেন, ইতিমধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। সেখানে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যা দেশের মানুষ দেখেছে। নির্বাচনে আসবে না আসবে সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। শনিবার সকালে নির্মানাধীন বান্দরবান জেলা নির্বাচন অফিস পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। এ সময় বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ্, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবান শহরের পুরানো পোষ্ট অফিসের স্থানে প্রায় এক কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে বান্দরবান নিবার্চন অফিসের সার্ভার স্টেশনটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ। প্রধান নির্বাচন কমিশনার পরে বান্দরবানের থানছি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করেন।

(এএফবি/পি/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test