E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সব বন্দরে বসবে স্ক্যানিং মেশিন

২০১৫ জানুয়ারি ০৮ ১৪:৫০:০২
সব বন্দরে বসবে স্ক্যানিং মেশিন

স্টাফ রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশের সব বন্দরে বসছে স্ক্যানিং মেশিন। এর ফলে বন্দর দিয়ে রফতানি করা সব পণ্য স্ক্যানিং করে বিদেশে পাঠানো হবে এবং বিদেশ থেকে আসা পণ্য স্ক্যানিংয়ের পরই দেশে প্রবেশ করবে।

অবৈধভাবে মালামাল যেন দেশের বাইরে যেতে না পারে, সে লক্ষ্যেই দেশের সব বন্দরে স্ক্যানিং মেশিন বসানো হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে মাসিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশের বাজারে দেশের পণ্য যেন অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই দেশের সব বন্দরে স্ক্যানিং মেশিন বসানো হবে।

ভবিষ্যতে আমরা বিদেশে আলু রফতানি করবো বলেও উল্লেখ করেন তিনি।

হরতাল প্রসঙ্গে আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে মারামারি, হানাহানি না হলে জিডিপি প্রবৃদ্ধির হার হতো ৯-১০ শতাংশ। রাজনৈতিক পরিস্থিতি স্থির থাকলে জিডিপি প্রবৃদ্ধি ৬ ও ৭ শতাংশে ঘুরপাক খেতো না। তবুও আমাদের ২২ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আছে, যা বিরাট পাওয়া।

তিনি জানান, পটুয়াখালী জেলার পায়রা বন্দরে ডিপ সিপোর্ট নির্মাণ করা হবে। এ বিষয়ে আমাদের মধ্যে চিন্তা-ভাবনা চলছে। নেদারল্যান্ড, চীন ও সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে চাই।

(ওএস/এএস/জানুয়ারি ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test