E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আম বয়ানে শুরু ইজতেমার প্রথম পর্ব

২০১৫ জানুয়ারি ০৯ ১০:২৯:২৬
আম বয়ানে শুরু ইজতেমার প্রথম পর্ব

গাজীপুর প্রতিনিধি : নিশ্ছিদ্র নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লী যোগ দিয়েছেন মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ এ ধর্মীয় সমাবেশে। ইজতেমাকে সর্বাত্মকভাবে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক নজরদারি ও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি।

টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পর তবলীগ জামাতের অন্যতম জ্যেষ্ঠ মুরব্বি পাকিস্তানের মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশী-বিদেশী মুসল্লীদের পদচারণায় ইসলামী মিলনমেলায় পরিণত হয়েছে বিশ্ব ইজতেমা ময়দান। দেশের ৩২টি জেলার কয়েক লাখ মুসল্লী জেলাভিত্তিক ৪০টি আলাদা খিত্তায় বিভক্ত হয়ে অবস্থান করছেন শামিয়ানা খুঁটির অস্থায়ী নিবাসে। বিশ্বের অর্ধশত দেশ থেকে কয়েক হাজার মেহমান ইজতেমায় অংশ নিচ্ছেন। এর আগে রাতভর বাস, ট্রেন, টেম্পোযোগে ইজতেমা ময়দানে আসতে দেখা যায় মুসল্লীদের।

শীতের ভোগান্তি সত্ত্বেও কেবল দীনের শিক্ষাগ্রহণের জন্যই ইজতেমার কষ্টকে আমলে নিচ্ছেন না মুসল্লীরা। শামিয়ানার নীচে মুসল্লীরা মুরব্বিদের বয়ান শুনছেন।

ইজতেমা ময়দানকে ঘিরে যে কোনো অশুভ শক্তির সকল প্রকার নাশকতা এড়াতে পুরো ইজতেমা প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ লক্ষ্যে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

(ওএস/অ/জানুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test