E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আক্রান্ত হলেই কেবল অস্ত্র ব্যবহার করি’

২০১৫ জানুয়ারি ২৫ ১৬:৩৮:১৫
‘আক্রান্ত হলেই কেবল অস্ত্র ব্যবহার করি’

রংপুর প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘আমরা সৈনিক আক্রান্ত হলেই কেবল অস্ত্র ব্যবহার করে থাকি, মানবাধিকার লঙ্ঘনের কোন প্রশ্নই আসে না।’

রবিবার সকালে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন হেড কোয়ার্টারের উদ্বোধনকালে সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের জানমালের অধিকার রক্ষা করাই আমাদের কাজ। জানমালের হুমকি দেখা দিলে আইনের ধাপ অনুসারে গুলি করা হয়।’

বিজিবি মহাপরিচালক বলেন, ‘অবরোধ ও হরতালে যানবাহন ও মালামাল গন্তব্যস্থলে পৌঁছাতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেয়া হচ্ছে। কৃষকের জমিতে ব্যবহৃত সার ও ডিজেল জরুরি প্রয়োজনে দেশের বিভিন্ন এলাকায় যাতে পৌঁছাতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কৃষক যাতে সার ও ডিজেলের জন্য হয়রানির শিকার না হয় সেজন্য বিজিবির সহায়তায় প্রতিটি স্থানে ট্রাকযোগে সার ও ডিজেল পাঠাতে সহায়তা করছে বিজিবি।’

বিজিবি প্রধান বলেন, ‘চলমান অবরোধ ও হরতালে প্রায় দেড় লক্ষাধিক যানবাহন হাইওয়ে দিয়ে চলতে সহায়তা দিয়েছে বিজিবি। শুধু শনিবার রাতেই প্রায় ৪৮ হাজার যানবাহন পারাপারে সহায়তা দেয়া হয়েছে।’

সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, ‘সীমান্তের হত্যা শূন্যের কোটায় আনতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে হত্যাকাণ্ড অনেক কমে এসেছে।’

বিজিবি মহাপরিচালক রবিবার সকালে রংপুর রিজিয়নের নবনির্মিত অফিসার্স কোয়ার্টার, রিজিয়ন কমান্ডার বাংলো, জেসিও মেস, এসএম ব্যারাক, সৈনিক পরিবারের বাসস্থান ও অফিস বিল্ডিংয়ের উদ্বোধন করেন।

এরআগে তিনি তিস্তা ব্যারাজ সংলগ্ন দুটি ব্যাটালিয়ন স্থাপনে প্রস্তাবিত জমি ও বিওপি পরিদর্শন এবং নবনির্মিত রিজিয়ন রেস্টহাউজ উদ্বোধন করেন।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test