E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বোমাবাজরা গণতন্ত্র মানবতা ও সভ্যতার শত্রু

২০১৫ জানুয়ারি ২৯ ১৭:২৩:৩৩
বোমাবাজরা গণতন্ত্র মানবতা ও সভ্যতার শত্রু

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, যানবাহনে পেট্রলবোমা ছুড়ে ও আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যা করায় দেশবাসীর সঙ্গে আমিও গভীরভাবে মর্মাহত। যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা গণতন্ত্র, মানবতা ও সভ্যতার শত্রু।

বৃহস্পতিবার বঙ্গভবনে পুলিশ সপ্তাহ-২০১৫ পালনের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি এ সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন।

তিনি পেট্রলবোমা ও অন্যান্য সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, বাংলাদেশের লোক গণতন্ত্র ভালবাসে ও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। একটি গণতান্ত্রিক সমাজে দলমতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্যই এখানে। গণতন্ত্র চর্চার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা দেখানোর রীতি চর্চা করতে হবে।

আবদুল হামিদ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী প্রয়োজন। জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে পুলিশ সদস্যদের সক্রিয় থাকতে হবে।

তিনি বলেন, অপরাধীদের দমন ও আইনের কাছে সোপর্দ করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের যথাযথ তদন্তে তাদের সক্রিয় থাকতে হবে।

রাষ্ট্রপতি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার মাধ্যমে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করতে হবে।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আপনাদের দায়িত্ব ও কর্তব্য পালন নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সেদিকে আপনাদের সতর্ক থাকতে হবে।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test