E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাশকতা দমনে সড়কে ১২ হাজার আনসার

২০১৫ জানুয়ারি ২৯ ১৮:১৯:০৮
নাশকতা দমনে সড়কে ১২ হাজার আনসার

স্টাফ রিপোর্টার : শুক্রবার থেকে নাশকতা দমনে সড়কে থাকবে ১২ হাজার আনসার সদস্য। দেশের ৯৯৩টি পয়েন্টে ১২ হাজার আনসার সদস্য নিয়োগ দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে মহাসড়ক, নৌপথ এবং রেলপথে যাত্রী ও পণ্য পরিবহণ নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও স্থানীয় সরকার সচিব মনজুর হোসেন, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএএন ছিদ্দিক, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test