E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

২০১৫ ফেব্রুয়ারি ১১ ২০:৫০:০১
সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

কুষ্টিয়া প্রতিনিধি : সন্ত্রাস উন্নয়নের প্রধান অন্তরায়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নাশকতাকারীরা দেশ ও জাতির শত্রু। পেট্রোল বোমায় মানুষ হত্যাকারী ও নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি-এস এম মনির-উজ-জামান।

বুধবার বিকেল ৪টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে গণসচেতনতা মূলক এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করছে তারা কেউ ক্ষমা পাবে না। দেশের আইনশৃংঙ্খলা বাহিনী তাদের আইনের মাধ্যমে শক্ত হাতে দমন করবে।

সভার পুলিশ সুপার প্রলয় চিসিমের সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল জাবেদ সুলতান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দিদার আহম্মদ, খন্দকার রফিকুল ইসলাম, র‌্যাব-৬’র পরিচালক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, আরআরএফ’র বিভাগীয় পরিচালক ড. নাজমুল, কুষ্টিয়া বিজিবি সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর তারেক মাহমুদ সরকার, ৪৭ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুবক্কর সিদ্দিক, সোহেল রেজা, সহকারী পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।

(কেকে/এটিআর/ফেব্রুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test