E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় আমিনুল হক বাদশার দাফনের প্রস্তুতি সম্পন্ন

২০১৫ ফেব্রুয়ারি ১৬ ১৫:৪৭:২৪
কুষ্টিয়ায় আমিনুল হক বাদশার দাফনের প্রস্তুতি সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রথম প্রেস সচিব আমিনুল হক বাদশার দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকালে তার লাশ কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। সকাল সাড়ে এগারটার দিকে তার লাশবাহী গাড়ী ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এদিকে আমিনুল হক বাদশার মৃত্যুতে কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্র ও কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী জানিয়েছেন, বিকালে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় নিজ বাড়ির সামনে তার লাশ রাখা হবে। সেখানে সর্বস্তরের জনগণ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ জানাজার জন্য কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে নেয়া হবে। সেখানে বাদ আছর তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে শহরের পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে বাদশা স্ত্রী, এক পুত্র, এক কন্যা, ৫ ভাই, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পৌর মেয়র আনোয়ার আলী আরো জানান, আমিনুল হক বাদশা শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একাধারে সাংবাদিক, নাট্যকর্মী ও সমাজসেবক ছিলেন। ব্যক্তিজীবনে ছিলেন সফল মানুষ। তার মৃত্যুতে কুষ্টিয়ার সর্বস্তরের জনগণ শোকাহত।
মরহুম আমিনুল হক বাদশা বিশিষ্ট আইনজীবী মরহুম খন্দকার লুৎফল হক এবং রত্নগর্ভা মা মরহুমা সকিনা খাতুনের পুত্র।

আমিনুল হক বাদশা গত ১০ ফেব্রুয়ারি লন্ডনে ইন্তেকাল করেন। তার প্রথম নামাজে জানাযা ও নাগরিক শোকসভা গত ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

(কেকে/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test