E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সকল ক্ষেত্রে সুষম উন্নয়নের মাধ্যমে দারিদ্রকে জাদুঘরে পাঠানো হবে’
 

২০১৫ ফেব্রুয়ারি ১৯ ১৮:৫৭:৪৯
‘সকল ক্ষেত্রে সুষম উন্নয়নের মাধ্যমে দারিদ্রকে জাদুঘরে পাঠানো হবে’ 

বগুড়া প্রতিনিধি : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। সে কারণে জনগণের কথা বিবেচনায় দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নির্মিত হচ্ছে বড় বড় সেতু ও সড়ক। তারই ধারাবাহিকতায় আজ উদ্বোধন হল ২৬ কোটি ১৪ লাখ টাকা ব্যায়ে এতদঅঞ্চলের সর্ববৃহৎ মেলান্দহ সেতু। তিনি আরও বলেন,  জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়োচিত পদক্ষেপে ইতোমধ্যেই গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের মঙ্গা দূরিভূত হয়েছে।

উন্নত হয়েছে জনগণের জীবনযাত্রার মানের। অধিকাংশ স্থানে পৌছেছে বিদ্যুৎ। তিনি সড়ক যোগাযোগসহ সকল ক্ষেত্রে সুষম উন্নয়নের মাধ্যমে শীঘ্রই গাইবান্ধাসহ উত্তরবঙ্গের দারিদ্রকে জাদুঘরে পাঠানোর আশাবাদ ব্যক্ত করেন।সেই সঙ্গে তিনি বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের দেশ বিরোধী কর্মকান্ড সম্পর্কে সচেতন থাকার ও তা প্রতিরোধের আহ্বান জানান। বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মেলান্দহ সেতু উদ্বোধন শেষে নবনির্মিত সেতু সংলগ্ন জুমারবাড়ি ইউনিয়নের বলিয়ারবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল আলম লিটন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শামসুল হক হিরু, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু,কচুয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, জুমারবাড়ি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী আকন্দ, সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, জুমারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শাখাওয়াত হোসেন প্রমুখ। উল্লেখ্য ২৬কোটি ১৪লাখ টাকা ব্যয়ে ২৬১ মিটার দৈর্ঘ্যরে এ সেতুটি নির্মানের মধ্য দিয়ে গাইবান্ধা জেলার সাঘাটা,ফুলছড়ি ও বগুড়া জেলার সোনাতলা উপজেলার লাখো জনতার দীর্ঘদিনের স্বপ্ন পূরন হল।

(এএসবি/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test