E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মাটি ও মানুষের উন্নয়নে কাজ করছে সরকার’

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৭:১৬:০০
‘মাটি ও মানুষের উন্নয়নে কাজ করছে সরকার’

সিংড়া (নাটোর) প্রতিনিধি : ডাক, টেলিয়োগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, রাজনীতি মানে চলন্ত গাড়ীতে আগুন দিয়ে জীবন্ত মানুষ পোঁড়ানো নয়। বর্তমান সরকার মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করে না। প্রতিশ্রুতি দিলে তা পূরণ করতে সক্ষম। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মাটি ও মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে। আর এই উন্নয়নে বাধা দিলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে। তিনি শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলার শেরকোল ইউনিয়নে নাটোর জেলার সর্ববৃহত মরহুম ফয়েজ উদ্দিন সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার, লুৎফুল হাবিব রুবেল, স্থানীয় ইউপির সাবেক মেম্বর তোরান আলী প্রমুখ।

সেতুটি উদ্বোধনের ফলে এ অঞ্চলের লাখো মানুষের দূর্ভোগ কমলো। সেই সঙ্গে সিংড়া উপজেলার সাথে আত্রাই উপজেলা এমনকি নাটোর জেলার সাথে নওগাঁ জেলার সংযোগ আরো সচল হলো। আর এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যবসা বাণিজ্যের প্রসারে ঘটল অভূতপূর্ণ সাফল্য।

সড়ক ও জনপদ অধিদপ্তর, সড়ক বিভাগ সিংড়া অফিস সূত্রে জানা যায়, গত ২৭ আগষ্ট ২০১৩ জুনাইদ আহমেদ পলক সংসদ সদস্য থাকা অবস্থায় ২৭৫০ মিটার চেইনেজ ১৫৮.৩৮ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার মরহুম ফয়েজ উদ্দিন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচিত করেন। সড়ক ও জনপদ অধিদপ্তর, সড়ক বিভাগ সিংড়া এর বাস্তবায়ণে ৩কোটি ৭৬ লক্ষ ৯৩ হাজার ৭শত ১৪ টাকা চুক্তিমূল্যে কাজটি সম্পন্ন করেন, ঠিকাদার আইয়ুব খান।

স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন থেকে অত্র এলাকা অবহেলিত ছিল। একটি সেতুর জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে সবাইকে। পায়ে হেটে ছাত্র/ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য পথ পারী দিতে হয়েছে। সহজে কৃষি পণ্য বাজারজাত করা থেকে বঞ্চিত হওয়ায় লোকসান গুনতে হয়েছে অনেক কৃষককে।

সেতুটি উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী পলক বখতারপুর- বারৈহাতী রাস্তার কাজের উদ্বোধন ও এরপরে ডাঙ্গাপাড়া ত্রিমোহনী নুরুজ্জামান সেতু হইতে ডাকমন্ডপ পর্যন্ত পাকা রাস্তার শুভ উদ্বোধন করেন।

(এমএআর/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test