E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাঝপদ্মায় লঞ্চডুবি

মৃতের সংখ্যা ৭০, উদ্ধার অভিযান সমাপ্ত

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ০৮:৩৮:২০
মৃতের সংখ্যা ৭০, উদ্ধার অভিযান সমাপ্ত

মানিকগঞ্জ প্রতিনিধি : পদ্মায় লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে। উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটিকে। আজ সোমবার সকাল ১০টার দিকে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে নিখোঁজদের সন্ধান চলবে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাটে জেলা প্রশাসনের অস্থায়ী ম্যানেজমেন্ট সেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

পাটুরিয়া ঘাটে খোলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আজ দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার হওয়া লাশ নিয়ে মৃতের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৭টি পুরুষ, ২৪টি নারী ও ১৯টি শিশুর লাশ। স্বজনদের কাছে ৬৮টি লাশ হস্তান্তর করা হয়েছে।
ডুবে যাওয়া লঞ্চটিকে আজ ভোর সাড়ে চারটার দিকে উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ রুস্তম। লঞ্চটিকে তীরে আনা হয়েছে।
তীরে অবস্থানরত অনেকের দাবি, তাঁদের স্বজনেরা এখনো নিখোঁজ রয়েছেন।
শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট থেকে এমভি মোস্তফা গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ১৫ মিনিট পরই কার্গো জাহাজ নার্গিস-১-এর ধাক্কায় লঞ্চটি পাটুরিয়ার অদূরে পদ্মায় ডুবে যায়।
যাত্রীরা বলছেন, লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test