E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে’

২০১৫ মার্চ ০১ ১১:২৫:৪৭
‘সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে’

চট্টগ্রাম প্রতিনিধি : সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার চর রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড আয়োজিত ১১তম ‘ইউনিলিভার কমিউনিটি হেলথ ক্যাম্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন ডিরেক্টর আমিনুর রহমান।

মা ও শিশু জেনারেল হাসাপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, সেভ দ্যা চিলড্রেন এবং লায়ন্স চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় দুই দিনব্যাপী এ কমিউনিটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, সরকার কমিউনিটি হাসপাতালের মাধ্যমে গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। দেশের প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরকার ডাক্তার নিয়োগ দিয়েছে এবং এগুলো আরও সম্প্রসারণ করেছে।

তিনি জনসাধারণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের পাশাপাশি ইউনিলিভারের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। অন্যান্য বেসরকারি সংস্থাগুলোকে এ ধরনের সেবা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দরিদ্র মানুষের সেবা দানের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি আবদুচ ছালাম ইউনিলিভারের এ ধরনের জনকল্যাণমূখী কর্মকাণ্ডের প্রশংসা করে কার্যক্রম আরও বাড়ানোর জন্য ইউনিলিভার কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

ইউনিলিভার’র সাপ্লাই চেইন ডিরেক্টর আমিনুর রহমান বলেন, আমরা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নই। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত রয়েছি। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মেধা লালন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।

অলিদ চৌধুরীর সঞ্চালনায় ইউনিলিভার’র জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার স্বপন ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিলিভার’র হিউম্যান রিসোর্সেস ম্যানেজার কাজী সাইফুল ইসলাম, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সহসভাপতি এস এম মোর্শেদ, ডায়বেটিক জেনারেল হাসপাতালের ট্রেজারার ও মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো. সাহাবুদ্দীন, ওয়ার্ড কাউন্সিলর মো. আজম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. শামসুল আলম, অভিভাবক সমিতির সভাপতি মো. ইদ্রিস মিয়া প্রমুখ।

(ওএস/পিবি/মার্চ ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test