E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নারীরা দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে’

২০১৫ মার্চ ২২ ১৪:০০:০৫
‘নারীরা দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে’

পাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ডিজিটাল বাংলাদেশ গড়া এখন আমাদের হাতের মুঠোয়। রবিবার পাবনার ঈশ্বরদী উপজেলায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, সরকার নারীর অধিকার ও শিক্ষার মান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। নারীরা সেনাবাহিনী, পুলিশ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী পেশায় সফলতা দেখাচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে।

ভূমিমন্ত্রী পাঁচ বছরের ঊর্ধ্বে সকল শিশুকে বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করার জন্য সকল পরিবারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বাল্যবিবাহ রোধেও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

(ওএস/এএস/মার্চ ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test