E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘জাটকা রক্ষায় সবার সহযোগিতা কামনা’

২০১৫ এপ্রিল ০৪ ১৩:৪৫:০১
‘জাটকা রক্ষায় সবার সহযোগিতা কামনা’

চাঁদপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক বলেছেন, বিগত বছরে জাটকা সংরক্ষণ সপ্তাহে পরিচালিত অভিযান সফল হয়নি। এবার আমরা জাটকা রক্ষা কার্যক্রমে সফলতা পেতে সবার সহযোগিতা কামনা করছি।

শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তা না হলে ইলিশ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ সচিব শেলিনা আফরোজা, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মো. শামসুল হক ভূঁইয়া এমপি, সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর প্রমুখ।

সভায় চাঁদপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করা হয়েছে।
(ওএস/পিবি/ এপ্রিল ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test