E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের পশ্চিমাঞ্চলে আরও ৬০টি ব্রিজ নির্মাণের উদ্যোগ

২০১৫ এপ্রিল ১১ ১৮:২২:০৯
দেশের পশ্চিমাঞ্চলে আরও ৬০টি ব্রিজ নির্মাণের উদ্যোগ

গাজীপুর প্রতিনিধি: আগামী জুলাইয়েই ঢাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশের পশ্চিমাঞ্চলে আরও ৬০টি সেতু (ব্রিজ) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভার উদ্বোধন শেষে স্থানীয় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা জানান।

বিকেল ৪টা ৫৫ মিনিটে নির্ধারিত সময়ের তিন মাস আগেই শেষ হওয়া এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। সম্প্রতি দেশের পশ্চিমাঞ্চলে আরও ৬০টি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে উন্নয়নমূলক বিভিন্ন কাজে হাত দিলেও ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সেসব উন্নয়ন বন্ধ করে দেয়। কেবল তাই নয়, বিএনপি-জামায়াত জোটের দুর্নীতির কারণে দাতারা বাংলাদেশকে অর্থ দেওয়াও বন্ধ করে দেয়।

বক্তৃতায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। একইসঙ্গে হাতে নেওয়া কর্মসূচি ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন।

(ওএস/এসসি/এপ্রিল১১,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test