E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

‘জনগণ হরতাল-অবরোধ চায় না, জনগণ চায় উন্নয়ন’

 

২০১৫ মে ০১ ১৬:৪৮:১০
‘জনগণ হরতাল-অবরোধ চায় না, জনগণ চায় উন্নয়ন’
 
 
 
 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘হরতাল-অবরোধে জনগণ এখন সাড়া দেয় না, জনগন চায়  উন্নয়ন।  আওয়ামীলীগ সরকার কথায় ও কাজের মিল রেখে জনগনের জীবন মান উন্নয়নে নানা ধরনের কল্যানমূখী কাজ করে যাচ্ছে। আর  জামাত-বিএনপি জোট হরতাল-অবরোধ করে পেট্রোল বোমা মেরে মানুষের প্রাণহানী করে দেশের সম্পদ বিনষ্ট করছে। জনগনকে ঐক্যবদ্ধভাবে এদেরকে পরিহার করার জন্য আহবান জানান।’

 

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার কাঠালতলীর চুকারপুঞ্জি গ্রামে পল্লীবিদ্যুতের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপাধ্যক্ষ একে এম হেলাল, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, এনাম উদ্দিন, হাজী আশরাফ হোসেন, গৌছ উদ্দিন প্রমুখ।

পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক জানান, চুকারপুঞ্জি গ্রামে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত পল্লীবিদ্যু লাইনে তিনশত গ্রাহক বিদ্যুৎ সেবায় সংযুক্ত হল।

(এলএস/এএস/মে ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test