E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শ্রমজীবী মানুষ দেশের প্রাণ’

২০১৫ মে ০১ ২০:২৯:১৬
‘শ্রমজীবী মানুষ দেশের প্রাণ’
 
 
 

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শ্রমজীবী মানুষরা হলেন দেশের প্রাণ। তাদের সহায়তা ছাড়া দেশকে সঠিকভাবে এগিয়ে নেয়াসহ উন্নয়নের কাঙ্খিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। মন্ত্রী শুক্রবার ঝালকাঠিতে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক-জনতা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, শ্রমিকদের সার্বিক কল্যাণ ও অধিকার নিশ্চিতের জন্য সরকারের পাশাপাশি শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা শ্রমিক লীগ সভাপতি মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আমু বলেন, গণমানুষের সংগঠন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার শ্রমিকবান্ধব। সরকার শ্রমিককল্যাণে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। অন্যদিকে, স্বাধীনতাবিরোধী, দেশ ও মানুষবিরোধী বিএনপি-জামায়াত জোট দলীয় ফায়দা হাসিলের জন্য নিরীহ শ্রমিকদের ওপর হামলাসহ তাদেরকে নির্মমভাবে হত্যাও করছে। এ ব্যাপারে শ্রমিকসহ সচেতন মহলকে সজাগ দৃষ্টি রেখে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শিল্পমন্ত্রী এর আগে ঝালকাঠিতে মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত র্যালি উদ্বোধন করেন এবং কিছু সময়ের জন্য র‍্যালিতে অংশ নেন। কালেকটরেট প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
এছাড়াও ঝালকাঠিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ও নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক মে দিবস পালিত হয়েছে।

(ওএস/এএস/মে ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test