E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বন্ধ স্টেশনগুলো তাড়াতাড়ি চালু করা হবে’

২০১৫ মে ০৯ ১৫:০১:১৬
‘বন্ধ স্টেশনগুলো তাড়াতাড়ি চালু করা হবে’

দিনাজপুর প্রতিনিধি : রেল মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহায় যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেলওয়েতে আরও বেশ কয়েকটি ইঞ্জিন ও ২৭০টি কোচ সংযুক্ত করা হচ্ছে।
রেলমন্ত্রী  শনিবার দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে একথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সারা দেশে রেলওয়ের বন্ধ স্টেশনগুলো তাড়াতাড়ি চালু করা হবে। এ জন্য রেলের পশ্চিমজোন ও পূর্বজোনে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও রেলওয়ের সিডিউল বিপর্যয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক(আরএস) খলিলুর রহমান, রেলের পশ্চিমজোনের মহাব্যবস্থাপক(জিএম) খায়রুল আলম, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী(সিইএক্স) মৃণাল কান্তি বনিক, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (পশ্চিমজোন) চিফ কমান্ডেন্ট শাহ আলম সহ রেলের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় আসেন। মন্ত্রী মুল কারখানা ভবন ঘুরে ঘুরে দেখেন। এসময় মন্ত্রী কেলোকার স্ব-উদ্যোগে উদ্ভাবন করা দক্ষ ২৫ জন কর্মচারীকে নগদ অর্থ দিয়ে পুরষ্কৃত করেন। এরপর মন্ত্রী কেলোকার কনফারেন্স রুমে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। পরে দুপুর ১২টার দিকে তিনি পার্বতীপুর রেল স্টেশন পরিদর্শন করে সৈয়দপুর রেল কারখানার উদ্দেশ্যে যাত্রা করেন।

(এটি/পিবি/মে ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test