E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চট্টগ্রামকে মেগাসিটি করার ঘোষণা

২০১৫ মে ১০ ১৬:৪৫:৪৪
চট্টগ্রামকে মেগাসিটি করার ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি : সকল দল মতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা করার জন্য সদ্যবিদায়ী মেয়র এম মনজুর আলমের সহযোগিতা নিয়ে চট্টগ্রামকে মেগাসিটিতে পরিণত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছি উদ্দিন।

রবিবার সকালে মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ ঘোষণা দেন।

বেলা ১১টা ২৫ মিনিটে মনজুর আলমের বাসভবনে গেলে আ জ ম নাছির মনজুর আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় নাছির উদ্দিন বলেন, মনজুর ভাই গত পাঁচ বছর সিটি কর্পোরেশন চালিয়েছেন। তার অভিজ্ঞতা রয়েছে। চট্টগ্রামের উন্নয়নে মনজুর ভাইসহ সকলের সহযোগিতা প্রয়োজন। মেয়রের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। শুধু মনজুর ভাই না সাবেক সকল মেয়রের সহযোগিতা ও পরামর্শে চট্টগ্রামকে সুন্দর ও মেগাসিটিতে পরিণত করতে পারব।

তিনি আরো বলেন, আমি মেয়র নির্বাচিত হয়ে বুধবার শপথ গ্রহণ করেছি। কিন্তু আইনি জটিলতায় দায়িত্ব গ্রহণ করতে প্রায় দুই মাস অপেক্ষা করতে হবে। ঢাকার দুই মেয়র এর মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন। আমি এর মধ্যে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া প্রত্যেকদিন বিভিন্ন ওয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলছি। বিভিন্ন সমস্যা চিহ্নিত করছি। দায়িত্ব গ্রহণের পূর্বে বাইরে থেকে সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজ করব।

নবনির্বাচিত মেয়র নাছির উদ্দিনকে স্বাগত জানিয়ে এম মনজুর আলম বলেন, নির্বাচিত মেয়র প্রার্থী পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এটি এখন রীতিতে পরিণত হয়েছে। আমিও নির্বাচিত হয়ে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছিলাম। এভাবে রাজনীতিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে দেশ ও জাতির জন্য তা সুখকর। এসময় জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থে ক্রয়কৃত দুই কোটি টাকার সরঞ্জাম আ জ ম নাছিরকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়ে মনজুর আলম বলেন, আমি চেয়েছিলাম চট্টগ্রামের মানুষ সুখী থাকুক। এজন্য নিজ অর্থে প্রায় দুই কোটি টাকার সরঞ্জাম ক্রয় করেছিলাম। যদি চট্টগ্রামের উন্নয়নে আরো অর্থ প্রয়োজন হয় তবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় সংসদ সদস্য এম এ লতিফ, দিদারুল আলম, কাউন্সিলর নিছার উদ্দিন মনজু, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, শ্রমিক নেতা সফর আলী উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test