E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পুলিশের তৎপরতায় জঙ্গী দমন করা হয়েছে’

২০১৫ মে ১০ ২২:২৬:১৯
‘পুলিশের তৎপরতায় জঙ্গী দমন করা হয়েছে’

বাগেরহাট প্রতিনিধি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন বলেছেন, বাংলাদেশে জঙ্গী ছিল। তবে পুলিশের তৎপরতায় ও এদেশের জনগণের সহায়তায় তা দমন করা সম্ভব হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম মাথাচাড়া দিয়ে উঠেছিল। এদেশের জনগণ জঙ্গীবাদ পছন্দ করে না। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটিকে দমন করেছে। জঙ্গীবাদ কখনওই এদেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

রবিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা এমপি, খুলনার ডিআইজি এসএম মনিরুজ্জামান, খুলনা রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি মো. দিদার আহমদ, খোন্দকার রফিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

মন্ত্রী এদিন দুপুরে হেলিকপ্টার যোগে ফকিরহাট আসেন পরে সেখানে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল থানার ভিত্তিফলক উম্মোচন করেন।

(ওএস/এএস/মে ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test