E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মানব পাচার রোধে বিজিবির সীমাবদ্ধতা রয়েছে’

২০১৫ মে ১২ ১৫:৩৯:১৪
‘মানব পাচার রোধে বিজিবির সীমাবদ্ধতা রয়েছে’

যশোর প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ও দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডিএসএম শহীদুল ইসলাম বলেছেন, ‘মানব পাচার রোধে বিজিবির সীমাবদ্ধতা রয়েছে।’

তিনি বলেন, ‘বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে অপরাধী ও অবৈধ পণ্য ধরে পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এর বাইরে বিজিবির আর কিছু করার নেই।’

‘সীমান্ত এলাকার জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও আগ্রহী ব্যক্তিদের নিয়ে প্রকল্প গ্রহণ করা দরকার। তাহলে মানব পাচারসহ সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ কমানো সম্ভব’ বলে মত দেন বিজিবির এ কর্মকর্তা।

ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন। শহরের ঝুমঝুমপুরে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিওন সদর দফতরে এ সভার আয়োজন করা হয়।

সভায় রিজিওন কমান্ডার জানান, চলতি বছরের প্রথম চার মাসে দক্ষিণ-পশ্চিম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে সাত বাংলাদেশী নাগরিক নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এ সময়কালে বিএসএফের হাতে এক ভারতীয় নাগরিকও খুন হয়েছেন। তিনি সীমান্ত হত্যা এড়াতে বাংলাদেশী নাগরিকদের ভিনদেশের ভূখণ্ডে প্রবেশ না করার অনুরোধ জানান।

ভারতীয় কর্তৃপক্ষের কড়াকড়ি আরোপের ফলে সে দেশ থেকে গরু আসা অনেক কমেছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম। তার দেওয়া তথ্য মতে, চলতি বছরের প্রথম চার মাসে এ অঞ্চলের করিডোরগুলো দিয়ে এক লাখ চার হাজার ৫৭৫টি গরু এসেছে। এর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে পাঁচ কোটি ২২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। গত বছরের একই সময়ে ভারত থেকে ছয় লাখ সাত হাজার ৬০৭টি গরু এসেছিল। বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল ৩০ কোটি ৩৮ লাখ তিন হাজার ৫০০ টাকা। তিনি খাদ্যশস্য, মাছ, মুরগির মতো গরুর খামার প্রতিষ্ঠার মাধ্যমে এ খাতেও দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে খামারিদের এগিয়ে আসার আহ্বান জানান।

মতবিনিময় সভায় দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মাদকসহ অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার ও চোরাচালানি আটকের পরিসংখ্যান তুলে ধরা হয়।

সভায় অন্যদের মধ্যে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক লজিস্টিক লে. কর্নেল মো. আজিজুল ইসলাম, ইন্টেলিজেন্স ব্যুরো চিফ লে. কর্নেল মুজিবুল হক সিকদার, ২৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, রিজিয়ন পরিচালক অপারেশন লে. কর্নেল মো. শহিদুর রহমান, ২৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. লিয়াকত আলী, অতিরিক্ত পরিচালক ফিল্ড ইন্টেলিজেন্স গ্রুপ মেজর এ টি এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

(জেকেএম/এএস/মে ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test