E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে শুরু হয়েছে রেলপথ সংস্কারের কাজ

২০১৫ মে ১৬ ১১:৫৭:৪৫
চাঁদপুরে শুরু হয়েছে রেলপথ সংস্কারের কাজ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-লাকসাম রেলপথের সংস্কার কাজ ৬ বার বন্ধ হয়ে যাবার পর আবারো তা চালু হয়েছে। একশ ৬৮ কোটি টাকার এই প্রকল্পে ৫৭ কিলোমিটার মিটারগেজ রেললাইন, রেলপথের ব্রিজ ও স্টেশন সংস্কার করা হচ্ছে। এর মধ্যে মিটারগেজ লাইন বসানো ও রেললাইনের ব্রিজের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় ১১৮ কোটি টাকা। বিভিন্ন স্টেশন ভবন সংস্কারে ব্যয় হবে বাকি ৫০ কোটি টাকা।

ভারতীয় কালিন্দি কোম্পানির ব্যবস্থাপনায় এ পথের কাজ আরম্ভ হওয়ার পর বিভিন্ন কারণে এ পর্যন্ত ৬ বার বন্ধ হয়ে যায়। বর্তমানে ভারতীয় এ ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দ্রুতগতিতে রেলপথের কাজ এগিয়ে চলছে। চলতি বছরের জুন মাসে এই কাজ শেষ হবে আশা করছেন সংশ্লিষ্টরা। রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কুমিল্লা) মোস্তাফিজুর রহমান জানান, এ বছরের জুন মাসের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে। এতে ৫৭ কিলোমিটার রেলপথ অতিক্রম করতে আগে যেখানে ২ ঘণ্টা সময় লাগতো সেখানে মাত্র ৪৫ মিনিট লাগবে। ২০১২ সালে চাঁদপুর-লাকসাম রেলপথের উন্নয়নে একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশ ৬৮ কোটি টাকা বরাদ্দ দেন। চাঁদপুর জেলা তথা দক্ষিণাঞ্চলীয় হাজার হাজার যাত্রী এ পথে প্রতিদিন যাতায়াত করে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এ রেলপথের উন্নয়নের পরিকল্পনা করে সরকার।

ব্রিটিশ শাসনামলে প্রায় ২শ’ বছর আগে এ রেলপথ স্থাপন করা হয়। সেই সময় থেকে এ পথের উন্নয়নে কোনো বড় ধরনের সংস্কার করা হয়নি। বর্তমানে এ সংস্কারের লক্ষ্যে রেলপথ, ব্রিজ, স্টেশন ভবন ও ডিজিটাল পদ্ধতির সিগনালের কাজ হাতে নেওয়া হয়। এই সংস্কার কাজের ফলে আগে রেলপথ যে অবস্থায় ছিল তার চেয়ে ১ ফুট উঁচু হবে। পুরাতন রেলপথ খুলে ফেলে নতুন কংক্রিট-স্লিপার বসিয়ে ৭৫ পাউন্ড ওজনের রেলপাত স্থাপন করা হচ্ছে। এর আগে এ পথে ৬০ পাউন্ড রেলপাত ছিল।
(ওএস/পিবি/মে ১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test