E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেক এগিয়েছে'

২০১৫ মে ২০ ২০:৩৩:৩০
'দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেক এগিয়েছে'

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড.থমাস প্রিন্স বলেছেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেক এগিয়েছে। যে কোন দুর্যোগ তারা দক্ষতার সাথে মোকাবেলা করছে।

স্বেচ্ছাসেবকরা হলো দুর্যোগ মোকাবেলার প্রধান মেরুদন্ড এবং সমাজের ইতিবাচক পরিবর্তনকারী। তারাই দুর্যোগে সবার আগে এগিয়ে যায়। তাই তাদের দক্ষতা বৃদ্ধিতে এবং বাংলাদেশের যেকোন দুর্যোগে জার্মান সরকার সব সময় পাশে থাকবে।

বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা পি ভি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্নিঝড়ে ক্ষতি কমানোর লক্ষ্যে সেচ্ছাসেবকদের আগাম “দুর্যোগ প্রস্তুতি মহড়া” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষভাবে সমস্যার সম্মুখীন হয় উল্লেখ করে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘আমি খুবই খুশি যে, জার্মান সরকার আপনাদের সাহায্য সহযোগিতা করছে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতিমূলক মহড়া দেখে পরবর্তী ঘূর্ণিঝড়ের সময়ে আপনারা যেন আরো ভালো প্রস্তুতি নিতে পারেন, সেটাই কামনা করছি।

উদাহরণ দিয়ে থোমাস প্রিন্স বলেন, ‘যার ভালো প্রস্তুতি থাকে, যুদ্ধ শুরু হওয়ার আগেই সে অর্ধেক জিতে যায়।’

তিনি বলেন, ‘জার্মান রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসে প্রথমেই উপকূলীয় উপজেলা কলাপাড়ায় আসতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। ঘূর্ণিঝড়ের প্রস্তুতিমূলক মহড়া দেখতে পেরে আমি খুবই উৎসাহিত এবং আনন্দিত। স্বেচ্ছাসেবামূলক কাজে জার্মানদের দীর্ঘ ইতিহাস আছে। আজকে এই মহড়ায় অনেক স্বেচ্ছাসেবীদের একসঙ্গে দেখে খুব আনন্দ লাগছে। জার্মানিতেও অনেক স্বেচ্ছাসেবক আছেন। তাঁদের অনেকে জার্মান ফায়ার ব্রিগেড এবং জার্মান রেডক্রসের সঙ্গে কাজ করে।

বিশেষ অতিথির বক্তব্যে কোস্টাল লাইভলিহুড অ্যাডাপটেশন প্রজেক্ট (ক্ল্যাপ)-এর প্রধান উপদেষ্টা ড. পূর্ণিমা ডরিস চট্টোপাধ্যায় দত্ত বলেন, ‘আজকের এই মহড়া প্রমাণ করলো নীলগঞ্জবাসী ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত। আমরা দীর্ঘদিন দুর্যোগ প্রস্তুতির বিষয়ে কাজ করছি। আজকের মহড়া সেই কাজেরই সফল মঞ্চায়ণ।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, জার্মান উন্নয়ন ব্যাংকের (কেএফডব্লিউ) বাংলাদেশ ও নেপালের পরিচালক ডেভিড কুনজ, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক খান, বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশের ওয়েভ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কোস্টাল লাইভলিহুড অ্যাডাপটেশন প্রজেক্ট (ক্ল্যাপ), জার্মান সরকারের উন্নয়ন সংস্থা জিআইজেড ও জার্মান উন্নয়ন ব্যাংক কেডএফব্লিউ’র সহযোগিতায় পটুয়াখালীর ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় ২০১০ সাল থেকে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির আয়োজনে ঘূর্ণিঝড়প্রবণ এলাকা নীলগঞ্জে একটি মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ঘূর্ণিঝড়ের সময় স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও স্থানীয়দের আগাম প্রস্তুতির একটি মহড়া প্রদর্শন করা হয়।

(এমকেআর/পিএস/মে ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test