E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ফারাক্কা বাঁধ চুক্তি না হলে দেশ মরুভূমিতে পরিণত হতো’

২০১৫ মে ২৩ ১৬:৫২:১৫
‘ফারাক্কা বাঁধ চুক্তি না হলে দেশ মরুভূমিতে পরিণত হতো’

ঝালকাঠি প্রতিনিধি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতের সঙ্গে ফারাক্কা বাঁধ চুক্তি না হলে বাংলাদেশ আজ মরুভূমিতে পরিণত হতো।

শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলায় মার্সেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যত বড় অর্জন হয়েছে তা আওয়ামী লীগ সরকার করেছে। আওয়ামী লীগ সরকার দেশে যেভাবে উন্নয়ন করছে তাতে ২০১৮ সালের পর বাংলাদেশে আর কোনো দরিদ্র লোক থাকবে না। আর ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের একটি দেশ হবে বাংলাদেশ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন, নলছিটি উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর।

সম্মেলন শেষে তসলিম উদ্দিন চৌধুরীকে পুনরায় সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্করকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

এরআগে ক্ষুদ্রঋণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি মূল্যায়ন, বাস্তবায়ন ও প্রশিক্ষণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা-২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী।
(ওএস/পিবি/মে ২৩ ,২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test