E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ পরিবহন মন্ত্রী

২০১৫ মে ২৪ ১৭:১৩:৩৯
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ পরিবহন মন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। রবিবার দুপুরে তিনি অবকাঠামো উন্নয়ন ঘুরে দেখার পর বাংলাবান্ধা স্থলবন্দর কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরে বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন সুবিধা চালু হবে।

তিনি বলেন, যানবাহনের চালক ও সাধারণ মানুষকে পুড়িয়ে মারার নাম গণতন্ত্র নয়। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ৯২ জন মানুষকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি যেন আর এমন করতে না পারে এজন্য তিনি সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। পরে তিনি একটি পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সভায় যোগ দেন তিনি।

এসময় জাসদের স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেত্রী শিরিন আকতার, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

(ওএস/এএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test