E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪.৩৭

২০১৫ মে ৩০ ১৪:১৬:১৪
বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪.৩৭

বরিশাল প্রতিনিধি : এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে গতবছরের ন্যায় এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। গত বছরের পাশের হারের চেয়ে ৬ দশমিক ২৯ ভাগ কম পেয়ে এবার বরিশাল বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৭। এছাড়াও গত বছরের চেয়ে ১ হাজার ৫৯১টি জিপিএ-৫ কম পেয়ে এবার তার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭১টিতে।

শনিবার বেলা সাড়ে দশটায় পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর এসএসসির ফলাফল ঘোষণাকালে বলেন, হরতাল-অবরোধে পরীক্ষার রুটিন পরিবর্তনে পরীক্ষার্থীদের পড়াশুনা ব্যহৃত হওয়া ও গণিত বিষয়ে এবারই প্রথম সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় গত বছরের চেয়ে পাশের হার কিছুটা কমেছে। সূত্রমতে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ হাজার ৩৪২টি বিদ্যালয় থেকে ৭০ হাজার ৮১৭ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৩৫ হাজার ২২৭ এবং ছাত্রীর সংখ্যা ৩৫ হাজার ২২৯। পাশের হারে ৮৪ দশমিক ৮৪ ভাগ ছাত্রী এবং ৮৩ দশমিক ৯০ ভাগ ছাত্র পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬২৫ ছাত্রী এবং ১ হাজার ৫৪৬ জন ছাত্র।
অন্যান্য বছরের ন্যায় এবারও বরিশাল ক্যাডেট কলেজ প্রথম, বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় দ্বিতীয়, বরিশাল জিলা স্কুল তৃতীয় এবং বরগুনার পাথরঘাটা উপজেলার তাসলিমা মেমোরিয়াল একাডেমী চতুর্থ স্থানে রয়েছে। জেলা ভিত্তিক পাশের হারে ৮৬ দশমিক ৯৩ ভাগ পাশ করে ঝালকাঠী জেলা এগিয়ে রয়েছে। এরপর ৮৫ দশমিক ৩৯ ভাগ পাশ করে বরিশাল জেলা দ্বিতীয়, ৮৫ দশমিক ৩৯ ভাগ পাশ করে ভোলা জেলা তৃতীয়, ৮৪ দশমিক ৬০ ভাগ পাশ করে পিরোজপুর জেলা চতুর্থ, ৮৪ দশমিক ১৩ ভাগ পাশ করে বরগুনা জেলা পঞ্চম এবং ৭৯ দশমিক ১১ ভাগ পরীক্ষার্থী পাশ করে পটুয়াখালী জেলা ষষ্ঠ অবস্থানে রয়েছে। সাফল্য বলতে শিক্ষা বোর্ডের অধীনে এবার শূণ্য ভাগ পাশ করা কোন প্রতিষ্ঠান নেই। আর পাশের হারে ২০ ভাগের নীচেও কোন প্রতিষ্ঠান নেই।


(টিবি/পিবি/মে ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test