E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

‘কৃষকদের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন’

২০১৫ মে ৩০ ১৯:০৫:৩৮
‘কৃষকদের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন’

চাঁদপুর প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কৃষকদের সার্বিক উন্নয়নে আমাদের সকলের সহযোগিতা করা একান্ত প্রয়োজন। কারণ বাংলাদেশ কৃষি নির্ভর। কৃষকদের ভাগ্যের উন্নয়ন হলেই আমাদের ভাগ্যের উন্নয়ন হবে।

 

শনিবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, আজ দেশে সারের সংকট নেই। কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছে। তারা মনের আনন্দে কৃষি কাজ করছে। এর অবদান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। বর্তমান সরকার সারাদেশে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের চাঁদপুরের উপ-পরিচালক আলী আহমদের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর প্রমুখ।

পরে মন্ত্রী জমি অধিগ্রহণের প্রথম পর্যায়ে ১৮ জনের মাঝে এক কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করেন। এছাড়া কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত মতলব কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর ধনারপাড় কৃষক সমবায় সমিতির মাঝে ডেস্কটপ কম্পিউটার, প্রোজেক্টর, ল্যাপটপ, স্ক্যানার, স্মার্টফোন, জেনারেটরসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

(ওএস/এএস/মে ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test