E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে’

২০১৫ মে ৩১ ১৬:২০:১২
‘নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দখলদারদের কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

রবিবার সকালে সিদ্ধিরগঞ্জে বিআইডব্লিউটিএ প্রস্তাবিত ইকোপার্কে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে ২০ কিলোমিটার ব্যাপী ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ওয়াকওয়ে ও সীমানা নির্ধারণী পিলার স্থাপনের পরেও যারা নদী দখল ও ভরাটের চিন্তা করছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নদী দখলদারদের কোনও ছাঁড় দেওয়া হবে না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। এসব চুক্তির মধ্যে একটি নদীপথে ট্রেড সম্পর্কিত। এই চুক্তি দেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে।

সরকার কাঁচপুরে ১৫ একর জমি দখলমুক্ত করে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

এ সময় নৌ পরিবহন মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হক, নারায়ণগঞ্জের প্রধান প্রকৌশলী (ড্রেজিং) এম এ মতিন, প্রধান প্রকৌশলী (সিভিল) মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জি এম ফারুক, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, উর্ধ্বতন উপ-পরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক রেজাউল করিম রেজা প্রমুখ।

(ওএস/এএস/মে ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test