E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে নিজাম উল আযীম

২০১৫ জুন ০২ ১৫:৫৪:০৫
রাসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে নিজাম উল আযীম

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন পেলেন আওয়ামী লীগ সমর্থিত ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আযীম। মঙ্গলবার সকাল ৯টায় নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি।

এ সময় ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘সকলের সর্বাত্মক সহযোগিতায় সিটি কর্পোরেশনের বর্তমান শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণের দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি। ইনশাল্লাহ্ আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব।’

কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদেরকে দল-মতের ঊর্ধ্বে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে মহানগরবাসীর সেবা নিশ্চিত করতে হবে।’

সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বন্ধু উল্লেখ করে নিযাম উল আযীম তার কল্যাণ কামনা করেন।

দায়িত্ব গ্রহণকালে কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, সোহরাব হোসেন শেখ, এসএম মাহবুল হক পাভেল, একেএম রাশেদুল হাসান, আবু বাক্কার কিনু, আবদুস সোবহান লিটন, আরমান আলী, আশরাফুল হাসান বাচ্চু, মুসলিমা বেগম বেলী, সচিব সৈয়দা জেবিননিছা সুলতানা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক ও ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিকেল ৫টায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কাউন্সিলর নিজাম উল আযীমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় নিজাম উল আযীমকে প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা অর্পণসহ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, বিগত সরকার বিরোধী আন্দোলনের পর হত্যা, নাশকতার ১৭টি মামলার আসামি হয়ে প্রায় চার মাস থেকে সিটি মেয়র বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল আত্মগোপনে রয়েছেন।

এর মধ্যে আদালত চারটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করায় গত ৭ মে মেয়র বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

(ওএস/এএস/জুন ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test