E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চ তৈরি করা হবে’

২০১৫ জুন ০৯ ১৬:১৫:৪২
‘প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চ তৈরি করা হবে’

বরিশাল প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর-এমপি বলেছেন, দেশের সব উপজেলায় মুক্তমঞ্চ তৈরি করা হবে। এজন্য ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জায়গা নির্ধারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বরিশালে খুব শীঘ্রই শিল্পকলার বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করা হবে।

সোমবার রাত আটটার দিকে নগরীর সার্কিট হাউজে বরিশালের সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মুক্তমঞ্চ আর শিল্পকলা একাডেমীতে বই পড়ার পাশাপাশি নাচ, গান, কবিতা আবৃতি, ছবি অঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে শিশুদের প্রতিভাবান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবকদের আরো সচেতন হতে হবে। জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ-এমপি। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সংগঠন সমন্নয় পরিষদের সভাপতি শান্তি দাস, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল প্রমুখ। সভায় সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দরা যাত্রাসহ হারিয়ে যাওয়া বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও পৃষ্ঠপোষকতার অভাবসহ নানাবিধি সমস্যার কথা তুলে ধরেন। এরআগে সোমবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রী আসাদুজ্জামান নূর বরিশাল বিভাগীয় জাদুঘরের উদ্বোধণ শেষে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।

(টিবি/পিবি/জুন ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test