E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

২০১৫ জুন ১৬ ১২:৪৬:০৬
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

সিলেট প্রতিনিধি : পুলিশি হয়রানি এবং কোনো পূর্বঘোষণা ছাড়াই সিলেট শহরতলির এম এ খান সেতুর টোল বৃদ্ধির প্রতিবাদে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের ডাকে এই ধর্মঘট শুরু হয়।

তবে সকাল সোয়া ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সিলেট জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, দাবি মানা না হলে প্রয়োজনে পরিবহণ ধর্মঘটের পরিসর বাড়ানো হবে। সকল সংগঠন মিলে দেওয়া হবে কঠোরতর কর্মসূচি। আসতে পারে দেশব্যাপি ধর্মঘটের ডাকও।

এ ব্যাপারে সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার জানান, উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তৎপর রয়েছে জেলা প্রশাসন। মানুষের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ওএস/পিবি/জুন ১৬,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test