E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাংলাদেশ ভৌগলিক কারণে মাদকে আক্রান্ত

২০১৫ জুন ২৬ ১৪:১০:০৪
বাংলাদেশ ভৌগলিক কারণে মাদকে আক্রান্ত

খুলনা প্রতিনিধি : বাংলাদেশ কেবল মাত্র ভৌগলিক কারণে মাদকে আক্রান্ত এবং দুঃখজনক বিষয় হলো দেশে সংঘটিত অপরাধের অধিকাংশই মাদকের সঙ্গে সম্পৃক্ত। তাই মাদক রোধে সংশ্লিষ্ট বিভাগসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

শুক্রবার সকাল ১১টায় খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতে বক্তারা এসব কথা বলেন।

মাদক পাচার ও মাদকের অপব্যবহার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ আলোচনা সভার আয়োজন করে।

বক্তারা আরও বলেন, মাদকসেবী ব্যক্তিরা নিজে যেমন ধ্বংস হয়, একইসঙ্গে পরিবারকেও ধ্বংস করে ফেলে। এ জন্য অভিভাবকদের উচিৎ তাদের সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি রাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ।

তিনি বলেন, মাদক সমাজ, জাতি ও মেধাকে নষ্ট করে দেয়। বর্তমান সরকার মাদকের অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী সংস্থাকে যেমন সর্বাত্মক সহযোগিতা করছে, আগামীতেও করবে।

বক্তব্য শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ আব্দুর রব হাওলাদার, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোল্লা জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. ইয়াছিন আলী সরদার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী।

এর আগে খুলনা শহীদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

(ওএস/এএস/জুন ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test