E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আদিবাসীরা রাষ্ট্রীয় সব অধিকার থেকে বঞ্চিত’

২০১৫ জুন ৩০ ১৬:০৬:৩০
‘আদিবাসীরা রাষ্ট্রীয় সব অধিকার থেকে বঞ্চিত’

দিনাজপুর প্রতিনিধি :  জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী এবং যারা এ দেশ চায়নি, তারা সব রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে আসলেও আদিবাসীরা দেশের জন্য যুদ্ধ করার পরও রাষ্ট্রীয় সব অধিকার থেকে বঞ্চিত। তিনি রাষ্ট্র এবং প্রধানমন্ত্রীর কাছে আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতিসহ রাষ্ট্রের সব সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
মহান সাঁওতাল বিদ্রোহের ১৬০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দিনাজপুরে এক গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গনে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং হেকস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনীক আসাদ।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপদিত রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, আদিবাসী নারী পরিষদের সভাপতি বাসন্তী মর্মু, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিভুতি ভুষন মাহাতো প্রমুখ।

(এটি/পিবি/জুন ৩০,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test