E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ করবে সরকারঃ স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৫ জুলাই ২৪ ১৩:২৯:৩০
আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ করবে সরকারঃ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর আগের মতো নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি উন্নয়নশালী, সমৃদ্ধশালী ও মধ্য আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক অনেক ভালো। জনগণ স্বস্থিতে আছেন। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে জনবল সংকট। তাই বর্তমান সরকার আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ করবে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি সৌধ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নোত্তরকালে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

দুই দিনের মৌলভীবাজার সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ পরিদর্শন করে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুষ্পস্তবক প্রদান শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর স্থাপিত একটি দোতলা চৌকিতে উঠে ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্ত রেখা অবলোকন করেন। বিজিবি কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রীকে ১৯৭১ সালের ২৮ অক্টোবর এ সীমান্তে যেখানে মরণপণ লড়াই করে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান শাহাদৎ বরণ করেছিলেন সেই স্থানগুলো ঘুরে দেখান। এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ, শ্রীমঙ্গল বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম, বিজিবি ৪৬ ব্যাটেলিয়ন কমান্ডার লে: কর্নেল নাছির উদ্দিন, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহ জালাল, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী ও কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমিন তরফদারসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এলপিবি/জুলাই ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test