E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচিত হওয়ার তিনমাস পর দায়িত্ব নিলেন নাছির

২০১৫ জুলাই ২৬ ১৪:০৯:০৭
নির্বাচিত হওয়ার তিনমাস পর দায়িত্ব নিলেন নাছির

চট্টগ্রাম প্রতিনিধি : নির্বাচিত হওয়ার তিনমাস পর মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন আ জ ম নাছির উদ্দিন। রবিবার বেলা ১২টা ২ মিনিটে সিটি করপোরেশন আইন ২০০৯ এর ২৩ ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে সকাল ১০টা ৫০মিনিটে নগর ভবনের আসেন নবনির্বাচিত মেয়র। এরপর নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে খতমে বোখারী শরীফ ও মিলাদ মাহফিল শেষে বিষেষ মোনাজাতে অংশ নেন মেয়র।

এসময় প্রবীণ আওয়ামী লীগ নেতা ইছহাক মিয়া, চসিক সচিব রশিদ আহমদ, প্রধান নির্বাহি কাজী মোহাম্মদ শফিউল আলম, মেয়রের একান্ত সচিব মনজুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র দায়িত্ব গ্রহণের আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়ে পাওয়ার পয়েন্টে তথ্যচিত্র তুলে ধরা হয়।

চলতি বছরের ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রামসহ তিন সিটি করপোরেশনে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনটিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হন। ফল ঘোষণার ৩৬ঘণ্টার মধ্যে তিন সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানাসহ ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আইনে গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা থাকায় ৬ মে শপথ নেন তিন মেয়রসহ নির্বাচিত কাউন্সিলররা। শপথ নিলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনকে প্রায় তিন মাস অপেক্ষা করতে হয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম বৈঠকের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ নির্ধারিত থাকায় নবনির্বাচিত মেয়রকে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আইন অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে শনিবার।

আইনি জটিলতার কারণে তিনমাস ধরে দাপ্তরিক কোন কাজ করতে না পারলেও সিটি করপোরেশনের বাইরে থেকে কর্মকর্তাদের মৌখিক বিভিন্ন নির্দেশনা দিয়েছেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test