E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধু শুধু শ্রেষ্ঠ বাঙালিই নন, তিনি শ্রেষ্ঠ বাঙালি মুসলমান’

২০১৫ আগস্ট ০৬ ১৫:৫০:২৬
‘বঙ্গবন্ধু শুধু শ্রেষ্ঠ বাঙালিই নন, তিনি শ্রেষ্ঠ বাঙালি মুসলমান’

গাইবান্ধা প্রতিনিধি : ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি বিভাগের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ভিশন- ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দ্বীনি দাওয়াতি কার্যক্রমের প্রসারে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আলেমগণকে কর্পোরেট মোবাইল নেটওয়ার্কের আওতায় আনয়ন কৌশল নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিই নন তিনি শ্রেষ্ঠ বাঙালি মুসলমান।

ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্জ অধ্যক্ষ মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, নাজমুল হক প্রধান,ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আমজাদ আলী ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতাত্তোর সময়ে বাঙালি মুসলমানদের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি মুসলমানদের অধিকার আদায়ে পশ্চিম পাকিস্তানকে কখনোই ছাড় দিতেন না। আজ যে ইসলামিক ফাউন্ডেশন সেটি বঙ্গবন্ধুরই সৃষ্টি, রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় তিনিই বন্ধ করে দিয়েছেন, জাতীয় মসজিদ বায়তুল মোকারম প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য, বিশ্ব এজতেমার জন্য জমির ব্যবস্থা তিনিই করে দিয়েছেন, মাদ্রাসা বোর্ড তাঁর সৃষ্টি, আলজিয়ার্সে ইসলামিক সামিটে অংশগ্রহণের মধ্য দিয়ে সাড়া বিশ্বে বাঙালি মুসলমানদের পরিচয় তিনিই করে দিয়েছেন।

তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুই বাংলাদেশে মদ, জুয়ার আসর বন্ধ করে দিয়েছিলেন। মদিনা সনদের আলোকে সাম্য ও ভ্রাতৃত্বের বাংলাদেশ উপহার দিয়েছেন। আলেম ওলামাদের এই বিষয়গুলে নিয়ে কথা বলা উচিত। তিনি বলেন,বঙ্গবন্ধু সম্পর্কে তথাকথিত সমাজ সেবকদের মুখে সমালোচনা শুনলে গোটা বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হয়।

একজন বাঙালি হিসেবে আমার হৃদয়েও রক্তক্ষরণ হয় যখন এই মহান কিংবদন্তী মানুষটি সম্পর্কে কোন কটুক্তি আমার কানে আসে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে তার মহান আদর্শে দেশ গড়তে আলেম সমাজসহ সকল বিবেকবান মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

(আরআই/এসএফকে/আগস্ট ০৬, ২০১৫)


পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test