E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হত না’

২০১৫ আগস্ট ২০ ১৮:১০:৫৮
‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হত না’

গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতনা এবং আমাদের মত আরো অনেক বাঙালি তারা আজ এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পারতেন না। জাতির পিতার মৃত্যু দিবসে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোন ধরণের হীনমানসিকতাপূর্ণ কার্যক্রম করে জাতিকে বিভ্রান্ত না করার জন্য রাজনৈতিক ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি। 

আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে গণপূর্ত ঠিকাদার কল্যান সমিতির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান ডেপুটি স্পিকার। গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু দায়েন মীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,খালেদ মাহামুদ চৌধূরী এমপি, সাদেক খান,ফরিদুর রহমান ইরান,আমিরুল ইসলাম আমিন,কামরান সাঈদ প্রিন্স মহব্বত, মোঃ ফোরকান হোসেন প্রমুখ।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কে শুধু একটা নামকরণের মধ্যে সীমাদ্ধ রাখলে চলবে না, আমাদের মনে রাখতে হবে তাঁর নামের সাথে জড়িয়ে আছে বাঙালির গৌরবময় সাধীনতার ইতিহাস। আমাদের সমস্ত কিছু উৎসর্গ করেও তাঁর রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। তাই বঙ্গবন্ধুকে নিয়ে কোন ধরণের বিতর্কিত কাজ জাতি সহ্য করবেনা। বঙ্গবন্ধু কোন সাধারণ নাম নয়, শেখ মুজিব কোন সাধারণ ব্যাক্তি নয়, তাই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হেয় প্রতিপন্ন করতে কোন ধরণের তামাশা জাতি বরদাস্ত করবেনা।

বঙ্গবন্ধুর মত একজন মহান মানুষের মৃত্যূ দিবসে কৃত্রিম জন্মদিন যারা পালন করছে তারা কান্ডজ্ঞানহীন ও অকৃতজ্ঞ। বাঙালি জাতি তাদের কোনদিন ক্ষমা করবেনা। এসময় তিনি ১৫ আগষ্ট, ১৯৭৫ সালের কালরাতে ঘাতকের হাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে তার মহান আদর্শে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

(আরআই/এএস/আগস্ট ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test