E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মহাসড়কের পাশে কোরবানীর পশুর হাট বসাতে দেয়া হবে না’

২০১৫ আগস্ট ২৭ ১৩:৪২:৪১
‘মহাসড়কের পাশে কোরবানীর পশুর হাট বসাতে দেয়া হবে না’

সিরাজগঞ্জ প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়কের যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে দেশের কোথাও মহাসড়কের পাশে কোরবানীর পশুর হাট বসাতে দেয়া হবে না।

একই সাথে মহাসড়কে কোন ফিটনেসবিহীন গাড়িও চলাচল করতে পারবে না। ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে যাত্রী পরিবহনের জন্য নামালে পরিবহন শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের দুর্ঘটনা প্রবন চারটি স্থানে সড়ক প্রশস্তকরণ ও ডিভাইডার নির্মান কাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সাংবাদিকদের এ কথা বলেন।

মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ থ্রি-হুইলার ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো উল্লেখ করে মন্ত্রী এসময় বলেন, দেশের ২২টি মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করার পর, সড়ক দুর্ঘটনা বিষয়ে স্বস্তি এসেছে। কিন্তু এ বিষয়ে মানুষের আবেগ রয়েছে যে থ্রি-হুইলার বন্ধ থাকলে গরীব চালকেরা জীবিকা নির্বাহ করবে কিভাবে। এই আবেগ ভুলে যেতে হবে, কারণ জীবনের আগে জীবিকা নয়। জীবনকে জিম্মি রেখে জীবিকা নির্বাহ করতে দেয়া হবে না।

ওবায়দুল কাদের আরো বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট প্রবন চন্দ্রা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই মোতাবেক চন্দ্রায় বাইলেন ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ডিভাইডার স্থাপন করা হচ্ছে। আগামী ১৭ই সেপ্টেম্বর এই দুটি কাজের উদ্বোধন করা হবে একই দিনে।

উল্লেখ্য, দেশের অন্যতম সড়ক দুর্ঘটনা প্রবন এলাকা হিসেবে পরিচিত বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের দুর্ঘটনা রোধে ৭ই আগস্ট থেকে দুর্ঘটনাপ্রবন চারটি স্থানে সড়ক প্রশস্তকরণ ও ডিভাইডার নির্মান কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অর্থায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

(এসএস/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test