E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ঈদের আগেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ রুট স্বাভাবিক হবে’

২০১৫ সেপ্টেম্বর ০৫ ১৮:৫৯:৩৯
‘ঈদের আগেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ রুট স্বাভাবিক হবে’

মাদারীপুর প্রতিনিধি : ঈদ এলে ঘাটসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি হয়। তা অনেকটা বন্ধ হয়েছে। ভবিষ্যতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হবে। ঈদের আগেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ রুটে নাব্যতা পরিস্থিতি স্বাভাবিক হবে। শনিবার দুপুরে মাদারীপুরে জনতা ব্যাংক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে  নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, এবার নদীতে স্রোত বেশি। বৃষ্টি বেশি। নাব্যতার চাইতে স্রোতের সমস্যাটা বেশি হয়ে দাড়িয়েছে। তারপরেও স্রোত কিছুটা কমলেও নাব্যতা সংকট দেখা দিতে পারে। এ কারণেই শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা ফিরিয়ে আনতে পদ্মা সেতুর কাজে ব্যবহৃত চীনের ড্রেজার কাজ শুরু করেছে। আশা করছি ঈদের আগেই কাজ শেষ হবে। তখন ফেরি চলাচলে আর কোন বাধা থাকবে না।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতসহ ২০ দল কচ্ছপের মত সুযোগে গলা বের করে ষড়যন্ত্র, চক্রান্ত ও স্বাধীনতা বিরোধী কাজে লিপ্ত থাকলে জনতার শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করবে।

নৌমন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল খুনিরা একত্র হয়ে দেশে একের পর এক হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনাকেও বিভিন্নভাবে হত্যার প্রক্রিয়া চালাচ্ছে তারা।

অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেড মাদারীপুর শাখার সহকারী মহা-ব্যবস্থপক আলী আহমেদ খানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড-এর মহা-ব্যবস্থাপক নেছার উদ্দিন আহমেদ, ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মো. জিকরুল হক, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

এছাড়াও নৌমন্ত্রী শাজাহান খান একই দিন বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা চত্বরে তিন দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহর উদ্বোধন করেন। এসময় মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাহান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালেব মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ প্রমুখ। মেলায় প্রায় ৩০টি স্টল রয়েছে।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test