E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাওয়া-কাওড়াকান্দি রুটে ৫ দিন ফেরি বন্ধ

২০১৫ সেপ্টেম্বর ১১ ১৬:২৩:১৭
মাওয়া-কাওড়াকান্দি রুটে ৫ দিন ফেরি বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ড্রেজিংয়ের কাজ চলমান থাকায় মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার কথা রয়েছে।

এদিকে, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য সকালে বিকল্প চ্যানেল দিয়ে পরীক্ষামূলকভাবে ছোট আকারের ফেরি (কে টাইপ) চালানো হয়। কিন্তু অনেক বেশি সময় লাগায় এ ফেরিও চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি মাওয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, সকালে পরীক্ষামূলকভাবে দু’টি কে টাইপ ফেরি চালানো হয়েছিল। অধিক সময় ও যাত্রী দুর্ভোগের কারণে চলাচল বন্ধ করা হয়েছে।

এর আগে, গত বুধবার বিআইডব্লিউটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ-রুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সঙ্কটের কারণে ২০ আগস্ট থেকে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এরপর থেকে শুধু ছোট আকারের তিনটি ফেরি দিয়ে সীমিত আকারে পারাপার চালু রাখা হয়।

এ সমস্যা নিরসনে চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করা ও দ্রুত ড্রেজিংয়ের কাজ শেষ করার জন্য ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test