E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কপোতাক্ষ বাঁচলে এ অঞ্চলের মানুষ বাঁচবে: পানিসম্পদ মন্ত্রী

২০১৫ সেপ্টেম্বর ১৪ ১৫:১৩:১৯
কপোতাক্ষ বাঁচলে এ অঞ্চলের মানুষ বাঁচবে: পানিসম্পদ মন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি: কপোতাক্ষ বাঁচলে এ অঞ্চলের মানুষ বাঁচবে। কপোতাক্ষ সুষ্ঠুভাবে খনন করলে নদের দু’ তীরের কয়েক লাখ মানুষ জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। তাই নদ খননে যে কোন প্রকার দূর্নীতি প্রতিহত করা হবে । জলাবদ্ধতার অভিশাপ থেকে এ অঞ্চলের মানুষকে মুক্ত করা হবে।

রবিবার বিকেল ৫টায় সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম এলঅকা পরিদর্শণকালে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, কপোতাক্ষ নদ খনন নিয়ে অনেক অভিযোগ আছে। আজ নিজে দেখতে এসেছি। বাস্তবেও দেখছি তাই। কপোতাক্ষ খননে অনিয়ম করলে কোন রকম ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারী দেন তিনি।

এ সময় মন্ত্রীর সামনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জনগণের তোপের মূখে পড়েন।

উপস্থিত জনতা মন্ত্রীর সামনে অভিযোগ করেন,‘পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার তাদের অনেক আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। বর্ষা মৌসুমে জলাবদ্ধ এলাকার পানি নিস্কাশনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করেনি তারা। তারা কাজে বিশ্বাসী নয়, কথার ফুলঝুরিতে বিশ্বাসী।’

মন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকান্ডে অস্বচ্ছতা আছে। যা আমরা দেখতে চাই না। এজন্য পানি উন্নয়ন বোর্ডের কাজে জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত থাকা দরকার। এ জন্য তিনি সবাইকে যার যার স্থান থেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী এসময় টিআএম প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের পূর্ণবানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন-পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমঞ্চালীয় প্রধান প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক এএসএম ইসতেশামুল হক, পানি উন্নয়ন বোর্ডের (এসি) জুলফিকার আলী হাওলাদার, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম।

রাত সাতটায় মন্ত্রী তালা উপ-শহরে ডাকবাংলো মাঠে এক পথসভায় তালা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

(ওএস/এলপিবি/সেপ্টেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test