E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিশ্বায়নের এ যুগে নিজেদের কর্মক্ষেত্রে বিশ্বমানের কাজ করুন’

২০১৫ অক্টোবর ০৪ ১৭:৩০:১৯
‘বিশ্বায়নের এ যুগে নিজেদের কর্মক্ষেত্রে বিশ্বমানের কাজ করুন’

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সদস্যগণের উদ্দেশে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিশ্বায়নের এ যুগে নিজেদের কর্মক্ষেত্রে বিশ্বমানের গুণগত কাজ করুন। এছাড়া নিজেদেরকে বিশ্বমানের সিভিল সার্ভেন্ট হিসেবে গড়ে তুলুন। আর এ কাজটি করতে হলে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি রবিবার দুপুরে গাজীপুরে অবস্থিত জাতীয় প্রশিক্ষণ একাডেমির (নাটা) মিলনায়তনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের নবীন কর্মকর্তাদের ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উপদেষ্টা ড. মুহাম্মদ মাতহুরুল হকের সভাপতিত্বে অনুুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্স পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি প্রদানের জন্য স্ব-স্ব মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ক্যারিয়ার ও প্রশিক্ষণ ইউনিট খুলে সকল সিভিল সার্ভিসের ক্যাডারের মানোন্নয়ন ও ক্যারিয়ারে প্ল্যানিং তৈরিকরনের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাল ফলাফল করা ১০ শতাংশ কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণে পাঠানো বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এ ১০শতাংশ কর্মকর্তাদের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তাদেরকে হার্বার্ড ইউনিভার্সিটিতে কেনেডি স্কুল অব গভর্নেন্সে লিডারশিপ কোর্স করার জন্য আমেরিকাতে পাঠানো হবে।

(ওএস/এএস/অক্টোবর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test