E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির রাজনীতি করার সাহস নেই’

২০১৫ অক্টোবর ০৭ ১৬:০৫:৪৮
‘বিএনপির রাজনীতি করার সাহস নেই’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের রাজনীতি করতে হলে সাহস লাগে। সে সাহস বিএনপির নেই। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএর অভিযানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির বিরোধী দলের রাজনীতি করতে যে সাহসী ভূমিকা রাখার কথা, সেই সাহস তাদের নেই। তারা ভয়কে জয় করতে পারে নাই। এত বড় একটা বিরোধী দলের আজকে বেহাল সড়কের মতো অবস্থা সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা টু নারায়ণগঞ্জ রুটে ৩৭ টাকা ভাড়ার স্থলে ৩৮ টাকা ভাড়া নেয়া হচ্ছে। মানুষের গলা কাটা হচ্ছে। যে সকল পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে সে সকল গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

এসময় মন্ত্রী বেশ কয়েকটি গণপরিবহনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। পরে মন্ত্রী ওই সকল গাড়ির চালককে যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেন। মন্ত্রী আরো বলেন, লোকাল গাড়িগুলো আরো বেশি সাধারণ মানুষের গলা কাটছে। চালক ও মালিককে জেল জরিমানা করতে হবে। তা না হলে কিছুতেই এ অনিয়ম বন্ধ করা যাবে না।

বিআরটিএর মাত্র পাঁচজন ম্যাজিস্ট্রেট আছে। ঢাকা সিটিতে আমার ২০ জন ম্যাজিস্ট্রেট থাকা দরকার। তাছাড়া বিআরটিএর আরো জনবল বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, সর্ষের মধ্যেও ভূত আছে। নারায়ণগঞ্জ বিআরটিএতেও দালাল রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিএনপিকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না এটা সঠিক নয়। সঠিক হচ্ছে বিএনপির রাজনীতি করার সাহস নেই। এত বড় একটা বিরোধী দল, তারা ঢাকা শহরে ৫শ লোক নিয়ে একটা মিটিং মিছিল করতে দেখিনি। তারা যদি মনে করে পেট্রলবোমা আর ককটেল নিয়ে আন্দোল করতে হবে, সে আন্দোলনতো আন্দোলন নয়। নিয়মতান্ত্রিক আন্দোলন তারা করুক, কোথায় তাদের সঙ্কট আমরা দেখবো।

তিনি বলেন, ঢাকা শহরে ওপেন মিটিং করুক, মিছিল করুক। পেট্রোলবোমা আর ককটেল ছেড়ে দিলে আমরা বিএনপিকে জায়গা দেবো।

(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test