E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘তিন উপজেলায় সারা বছর চলাচলের উপযোগী রাস্তা করা হবে’

২০১৫ অক্টোবর ১৩ ১৪:৩০:১৯
‘তিন উপজেলায় সারা বছর চলাচলের উপযোগী রাস্তা করা হবে’

কিশোরগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রপতি আবদুল হামিদ  বলেন,  তিন উপজেলায় সারা বছর চলাচলের উপযোগী রাস্তা করা হবে। সামনের শুষ্ক মৌসুমে এর কাজ শুরু করা হবে।

সোমবার বিকেল ৫টার দিকে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সমাবেশে এ আশ্বাস দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, একটা সময় আমি ৩ উপজেলার বেশিরভাগ ঘরে গিয়েছি। এখন আর এটা সম্ভব না। সারাজীবন তো আমি রাষ্ট্রপতি থাকব না, সে সময় আবার আপনারা আমার কাছে যেতে পারবেন। তখন আর বাধা থাকবে না।

এ সময় রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিক এ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতিকে আরো কাজের জন্য অনুরোধ করেন।

এর জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি ছিলাম চাষার ছেলে এমপি। তৌফিক রাষ্ট্রপতির ছেলে এমপি। এ সময় তিনি আরো বেশি উন্নয়ন কাজের আশ্বাস দেন।

রাষ্ট্রপতি আরো বলেন, বেড়া দিয়ে আপনাদের আটকে রেখেছে, আমাকেও বন্দি করে রেখেছে। আপনারা ইচ্ছে করলেই আমার সঙ্গে দেখা করতে পারেন না। তাই নিরাপদ দূরত্বে থাকতে হবে।

এছাড়া রাষ্ট্রপতি তার বক্তব্যে অষ্টগ্রামে তার শৈশব, শিক্ষা জীবন, রাজনীতি ও আইনি পেশাসহ নানা বিষয়ে স্মৃতিচারণ করেন।

সমাবেশের আগে বিকেল পৌনে ৪টার দিকে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু ও ম্যুরাল’ উদ্বোধন করেন।

এরআগে দুপুর ২টা ২৮ মিনিটে বিশেষ হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলা হ্যালিপ্যাডে অবতরণ করেন। পরে সেখান থেকে তিনি জেলা পরিষদের ডাক বাংলোতে গিয়ে উঠেন। ডাকবাংলোর সামনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সফরকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়।

(পিকেএস/এএস/অক্টোবর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test